ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

১৫০০ মিটার দৌড়ের শিরোপা দিবাবার

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:২৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০১৫
  • 450

খেলাধুলা প্রতিনিধি,
684
বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপে মহিলাদের ১৫০০ মিটার দৌড়ে শিরোপা লাভ করেছেন ইথিওপিয়ার ফেভারিট দূরপাল্লার প্রমীলা দৌড়বিদ জেনজেবা দিবাবা। মঙ্গলবার বেইজিংয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান লাভ করেন।

বিশ্ব রেকর্ডধারী এই অ্যাথলেট প্রথম লেপে কিছুটা পিছিয়ে পড়েছিলেন। শেষ পর্যন্ত কেনিয়ার ফাইথ কিপিয়েগন ও স্বদেশি দাউইত সিয়াউমকে পাশকাটিয়ে প্রথম স্থান দখল করেন তিনি। শ্রেষ্ঠত্ব অর্জনে তিনি সময় নিয়েছেন ৪ মিনিট ০৮.০৯ সেকেন্ড। প্রতিযোগিতায় ৪ মিনিট ০৯.৯৬ সেকেন্ড সময় নিয়ে কিপিয়েগন রৌপ্য এবং ইথিওপিয়ায় জন্ম নেয়া ডাচ মহিলা দৌড়বিদ সিফান হাসান ৪ মিনিট ০৯.৩৪ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান লাভ করেন।

বিতর্কিত কোচ মা জুনরেনের তত্বাবধানে থেকে প্রতিযোগিতায় অংশ নেয়া দিবাবা গত মাসেই ১৫০০ মিটার ইভেন্টে ৩ মিনিট ৫০.০৭ সেকেন্ড সময় নিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন। ১৯৯৩ সাল থেকে এই রেকর্ডের মালিকানায় ছিলেন চীনের ইয়নঝিয়া কু।

ট্যাগস :

শাহবাগ-শহীদ মিনারে সমাবেশ, বাসস্ট্যান্ড যেন ঢাকা বিশ্ববিদ্যালয়

১৫০০ মিটার দৌড়ের শিরোপা দিবাবার

আপডেট সময় : ১০:২৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০১৫

খেলাধুলা প্রতিনিধি,
684
বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপে মহিলাদের ১৫০০ মিটার দৌড়ে শিরোপা লাভ করেছেন ইথিওপিয়ার ফেভারিট দূরপাল্লার প্রমীলা দৌড়বিদ জেনজেবা দিবাবা। মঙ্গলবার বেইজিংয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান লাভ করেন।

বিশ্ব রেকর্ডধারী এই অ্যাথলেট প্রথম লেপে কিছুটা পিছিয়ে পড়েছিলেন। শেষ পর্যন্ত কেনিয়ার ফাইথ কিপিয়েগন ও স্বদেশি দাউইত সিয়াউমকে পাশকাটিয়ে প্রথম স্থান দখল করেন তিনি। শ্রেষ্ঠত্ব অর্জনে তিনি সময় নিয়েছেন ৪ মিনিট ০৮.০৯ সেকেন্ড। প্রতিযোগিতায় ৪ মিনিট ০৯.৯৬ সেকেন্ড সময় নিয়ে কিপিয়েগন রৌপ্য এবং ইথিওপিয়ায় জন্ম নেয়া ডাচ মহিলা দৌড়বিদ সিফান হাসান ৪ মিনিট ০৯.৩৪ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান লাভ করেন।

বিতর্কিত কোচ মা জুনরেনের তত্বাবধানে থেকে প্রতিযোগিতায় অংশ নেয়া দিবাবা গত মাসেই ১৫০০ মিটার ইভেন্টে ৩ মিনিট ৫০.০৭ সেকেন্ড সময় নিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন। ১৯৯৩ সাল থেকে এই রেকর্ডের মালিকানায় ছিলেন চীনের ইয়নঝিয়া কু।