ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ড. ইউনূস, জামায়াত ও নাহিদ গং ‘লাশের কারিগর’, অভিযোগ ঢাবি শিক্ষকের দুর্গাপূজায় ইলিশ চেয়ে বাংলাদেশ সরকারকে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের চিঠি ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষা করতে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান কমিউনিটিভিত্তিক মডেলে মাঠ-পার্ক ব্যবস্থাপনা করবে ডিএনসিসি সোহরাওয়ার্দীতে চার দিনের ‘জুলাই জাগরণ’: সাংস্কৃতিক চেতনায় ফিরে দেখা ২০২৪ বছরের প্রথম ছয় মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতা‌লি গে‌ছেন ৯ হাজার ৭৩৫ জন বিতর্কিত তিন নির্বাচন পর্যালোচনা করতে কমিটি জুলাই গণঅভ্যুত্থানে নিহত হওয়ার স্থানে হবে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ সন্ধ্যার মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস সুনামির সতর্কতায় জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র ছাড়ল সব কর্মী

এবার দীপিকার দৃষ্টি গসলিংয়ের দিকে!

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:২০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০১৭
  • 368


দীপিকা পাড়ুকোন এবার হলিউডে ‘লা লা ল্যান্ড’খ্যাত রায়ান গসলিংয়ের সঙ্গে অভিনয় করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বর্তমানে তার প্রথম ছবি ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’-এর প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।

কিছুদিন আগে সহ-অভিনেতা ভিন ডিজেলের সঙ্গে মুম্বাইয়ে ছবির প্রচারণায় অংশ নেন। ভিন সেখানে রণবীর সিংকে দীপিকার ‘বয়ফ্রেন্ড’ বলে সম্বোধন করলেও, ভিনের সঙ্গেও দীপিকার রসায়ন ছড়াচ্ছে বলে গুজব শোনা যায়।

এরই মধ্যে দীপিকা এক নতুন ইচ্ছা প্রকাশ করেছেন। পরের ছবিতে বলিউডের এই ‘মাস্তানি’ কাজ করতে চান রায়ান গসলিংয়ের সঙ্গে। সম্প্রতি ‘ইউএসএ টুডে’র সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকার কথায় উঠে আসে- ‘লা লা ল্যান্ড’ ছবিটি পছন্দের কথা এবং রায়ান গসলিং-এর সঙ্গে অভিনয়ের আগ্রহ।

দীপিকা জানান, ‘লা লা ল্যান্ড’ ছবিটি তার খুব ভালো লেগেছে। সঙ্গে রায়ানের অভিনয়ও পছন্দ হয়েছে। পরের ছবিতে এই অভিনেতার সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি।

দীপিকা ‘লা লা ল্যান্ড’ ছবিটি সম্পর্কে বলেন, ‘ছবিটির মধ্যে অনেক কিছু আছে, যেমন- অভিনয়, সততা এবং গান। এটি বিখ্যাত ক্লাসিক লাভ স্টোরিগুলোর মধ্যে একটি।’

এরপর রায়ান গসলিং সম্পর্কে দীপিকা বলেন, ‘তিনি অবশ্যই অসাধারণ, আর তিনি অবশ্যই এমন একজন, যার সঙ্গে আমি কাজ করতে চাই।’

দীপিকার কথায় ইঙ্গিত পাওয়া যায়, সহসাই হলিউড ছেড়ে যাচ্ছেন না এই বলিউড স্টার।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

ট্যাগস :

ড. ইউনূস, জামায়াত ও নাহিদ গং ‘লাশের কারিগর’, অভিযোগ ঢাবি শিক্ষকের

এবার দীপিকার দৃষ্টি গসলিংয়ের দিকে!

আপডেট সময় : ০১:২০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০১৭


দীপিকা পাড়ুকোন এবার হলিউডে ‘লা লা ল্যান্ড’খ্যাত রায়ান গসলিংয়ের সঙ্গে অভিনয় করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বর্তমানে তার প্রথম ছবি ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’-এর প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।

কিছুদিন আগে সহ-অভিনেতা ভিন ডিজেলের সঙ্গে মুম্বাইয়ে ছবির প্রচারণায় অংশ নেন। ভিন সেখানে রণবীর সিংকে দীপিকার ‘বয়ফ্রেন্ড’ বলে সম্বোধন করলেও, ভিনের সঙ্গেও দীপিকার রসায়ন ছড়াচ্ছে বলে গুজব শোনা যায়।

এরই মধ্যে দীপিকা এক নতুন ইচ্ছা প্রকাশ করেছেন। পরের ছবিতে বলিউডের এই ‘মাস্তানি’ কাজ করতে চান রায়ান গসলিংয়ের সঙ্গে। সম্প্রতি ‘ইউএসএ টুডে’র সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকার কথায় উঠে আসে- ‘লা লা ল্যান্ড’ ছবিটি পছন্দের কথা এবং রায়ান গসলিং-এর সঙ্গে অভিনয়ের আগ্রহ।

দীপিকা জানান, ‘লা লা ল্যান্ড’ ছবিটি তার খুব ভালো লেগেছে। সঙ্গে রায়ানের অভিনয়ও পছন্দ হয়েছে। পরের ছবিতে এই অভিনেতার সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি।

দীপিকা ‘লা লা ল্যান্ড’ ছবিটি সম্পর্কে বলেন, ‘ছবিটির মধ্যে অনেক কিছু আছে, যেমন- অভিনয়, সততা এবং গান। এটি বিখ্যাত ক্লাসিক লাভ স্টোরিগুলোর মধ্যে একটি।’

এরপর রায়ান গসলিং সম্পর্কে দীপিকা বলেন, ‘তিনি অবশ্যই অসাধারণ, আর তিনি অবশ্যই এমন একজন, যার সঙ্গে আমি কাজ করতে চাই।’

দীপিকার কথায় ইঙ্গিত পাওয়া যায়, সহসাই হলিউড ছেড়ে যাচ্ছেন না এই বলিউড স্টার।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস