ঢাকা ১২:১৭ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সালমানের সঙ্গে দেখা করলেন জ্যাকি চ্যান

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:০৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০১৭
  • 364


২৩ জানুয়ারি বলিউড সফরে এসেছেন হংকংয়ের অ্যাকশন সুপারস্টার জ্যাকি চ্যান। এই সফরে তিনি তার নতুন ছবি ‘কুং ফু ইয়োগা’র প্রচারে অংশ নিচ্ছেন। প্রচারণার এক ফাঁকে তিনি বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খানের সঙ্গে দেখা করেছেন।

সোমবার এই দুই তারকা একান্তে কিছু সময় কাটান। এরপর সালমান খান জ্যাকি চ্যানের সঙ্গে তার ছবি প্রকাশ করেন। ছবিতে দেখা যাচ্ছে সালমান এবং জ্যাকি তাদের দুজনের কাধে দুইটি পান্ডার পুতুল তুলে নিয়েছেন।

কুং ফু ইয়োগা ছবিটিতে জ্যাকি চ্যান ছাড়াও আরও অভিনয় করেছেন দিশা পাটানি, সনু সুদ, আমিরা দস্তুর।

ছবিটি পরিচালনা করেছেন স্টানলি টং। অ্যাকশন, কমেডি নির্ভর এই ছবিটি ভারত, দুবাই এবং বেইজিংয়ে দৃশ্যায়িত হয়েছে।

মূলত ভারত ও চীনের যৌথ প্রযোজনার ‘কুং ফু ইয়োগা’ ছবির প্রচারের জন্য তার এই আগমন। গত ১৭ জানুয়ারি ‘কুং ফু ইয়োগা’ ছবিটির অফিশিয়াল ট্রেলারটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। দর্শকদের মাঝেও ব্যাপক সাড়া পড়ছে।

ট্যাগস :

সালমানের সঙ্গে দেখা করলেন জ্যাকি চ্যান

আপডেট সময় : ০২:০৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০১৭


২৩ জানুয়ারি বলিউড সফরে এসেছেন হংকংয়ের অ্যাকশন সুপারস্টার জ্যাকি চ্যান। এই সফরে তিনি তার নতুন ছবি ‘কুং ফু ইয়োগা’র প্রচারে অংশ নিচ্ছেন। প্রচারণার এক ফাঁকে তিনি বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খানের সঙ্গে দেখা করেছেন।

সোমবার এই দুই তারকা একান্তে কিছু সময় কাটান। এরপর সালমান খান জ্যাকি চ্যানের সঙ্গে তার ছবি প্রকাশ করেন। ছবিতে দেখা যাচ্ছে সালমান এবং জ্যাকি তাদের দুজনের কাধে দুইটি পান্ডার পুতুল তুলে নিয়েছেন।

কুং ফু ইয়োগা ছবিটিতে জ্যাকি চ্যান ছাড়াও আরও অভিনয় করেছেন দিশা পাটানি, সনু সুদ, আমিরা দস্তুর।

ছবিটি পরিচালনা করেছেন স্টানলি টং। অ্যাকশন, কমেডি নির্ভর এই ছবিটি ভারত, দুবাই এবং বেইজিংয়ে দৃশ্যায়িত হয়েছে।

মূলত ভারত ও চীনের যৌথ প্রযোজনার ‘কুং ফু ইয়োগা’ ছবির প্রচারের জন্য তার এই আগমন। গত ১৭ জানুয়ারি ‘কুং ফু ইয়োগা’ ছবিটির অফিশিয়াল ট্রেলারটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। দর্শকদের মাঝেও ব্যাপক সাড়া পড়ছে।