ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট সিটি ক্লাব ইউকের নতুন কমিটির প্রথম ইফতার মাহফিল অনুষ্টিত ৷

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:১২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩
  • 373

 

গত ৫ই এপ্রিল বুধবার ইস্ট লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে হয়ে গেলো সিলেট সিটি ক্লাব ইউ কের নতুন কমিটির (2023-25)প্রথম ইফতার মাহফিল।
সিলেট সিটি ক্লাব,ইউকের সভাপতি আবুবকর ফয়েজী সুমন-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফায়েল বাসিত তপুর পরিচালনায়,
অনুষ্টিত ইফতারের পূর্বে সিটি ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাগত ও শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত সিটি ক্লাবের সদস্যবৃন্দ এবং অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন এই বৈরী আবহাওয়ার মধ্যেও ইফতার মাহফিলে উপস্থিত হওয়ার জন্য।
ইফতার মাহফিলে,রমজান মাসের গুরুত্ব ও তাৎপর্য
নিয়ে আলোচনা করা হয় ৷
দোয়া ও মোনাজাত পাঠ করেন ক্লাবের ওভারসিজ সদস্য সুইডেন প্রবাসী মুসান্না আহমদ ৷

ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি সামসুজ্জামান সাবুল ও জাকির হোসেন,দেলোয়ার আহমেদ, সায়েক সওদাগর,সেলিম হোসেন, শাহিন মোস্তফা,মুবিন চৌধুরী,আবদুল মুমিন,মুরাদ আহমদ,আশরাফ গাজী,সাবের চৌ: মহসিন, শিপার আহমদ বাবলা,মশিয়ূর রহমান সুহেল, নুরুল আমিন খোকা, আতিকুর রহমান চৌধুরী পাপ্পু,জিলান আহমদ,ছালেহ গাজনবী, শহীদুল ইসলাম মামুন, ইয়ামিনুর রহমান রুবেল, সুজাত আহমেদ, এলাহী বকস এনাম,মহান চৌধুরী,মিজানুর রহমান মিজান,জিহাদ সালাউদ্দিন মামুন,কামাল চৌধুরী,আমির খছরু,লায়েক আহমদ,এমরান আহমেদ,জিয়াউল ইসলাম জিয়া এবং আব্দুল্লুলাহ বাপন।
অতিথিদের মধ্যে ছিলেন নিয়াজ চৌধুরী,আমিনূর আকরাম,নুর হোসেন,এডভোকেট তালহা, রওশন আহমদ এবং আনোয়ার হোসেন টিপু সহ আরও অনেকে।

ট্যাগস :

সিলেট সিটি ক্লাব ইউকের নতুন কমিটির প্রথম ইফতার মাহফিল অনুষ্টিত ৷

আপডেট সময় : ০৬:১২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩

 

গত ৫ই এপ্রিল বুধবার ইস্ট লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে হয়ে গেলো সিলেট সিটি ক্লাব ইউ কের নতুন কমিটির (2023-25)প্রথম ইফতার মাহফিল।
সিলেট সিটি ক্লাব,ইউকের সভাপতি আবুবকর ফয়েজী সুমন-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফায়েল বাসিত তপুর পরিচালনায়,
অনুষ্টিত ইফতারের পূর্বে সিটি ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাগত ও শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত সিটি ক্লাবের সদস্যবৃন্দ এবং অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন এই বৈরী আবহাওয়ার মধ্যেও ইফতার মাহফিলে উপস্থিত হওয়ার জন্য।
ইফতার মাহফিলে,রমজান মাসের গুরুত্ব ও তাৎপর্য
নিয়ে আলোচনা করা হয় ৷
দোয়া ও মোনাজাত পাঠ করেন ক্লাবের ওভারসিজ সদস্য সুইডেন প্রবাসী মুসান্না আহমদ ৷

ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি সামসুজ্জামান সাবুল ও জাকির হোসেন,দেলোয়ার আহমেদ, সায়েক সওদাগর,সেলিম হোসেন, শাহিন মোস্তফা,মুবিন চৌধুরী,আবদুল মুমিন,মুরাদ আহমদ,আশরাফ গাজী,সাবের চৌ: মহসিন, শিপার আহমদ বাবলা,মশিয়ূর রহমান সুহেল, নুরুল আমিন খোকা, আতিকুর রহমান চৌধুরী পাপ্পু,জিলান আহমদ,ছালেহ গাজনবী, শহীদুল ইসলাম মামুন, ইয়ামিনুর রহমান রুবেল, সুজাত আহমেদ, এলাহী বকস এনাম,মহান চৌধুরী,মিজানুর রহমান মিজান,জিহাদ সালাউদ্দিন মামুন,কামাল চৌধুরী,আমির খছরু,লায়েক আহমদ,এমরান আহমেদ,জিয়াউল ইসলাম জিয়া এবং আব্দুল্লুলাহ বাপন।
অতিথিদের মধ্যে ছিলেন নিয়াজ চৌধুরী,আমিনূর আকরাম,নুর হোসেন,এডভোকেট তালহা, রওশন আহমদ এবং আনোয়ার হোসেন টিপু সহ আরও অনেকে।