ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আমোরিকার ওয়াশিংটন ফোবানায়  বায়োগ্রাফি অফ নজরুল

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:২৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪
  • 284
জুয়েল সাদত
৩৮ তম ওয়াশিংটন ফোবানার ৩ দিনের কনভেনশনের তৃতীয় দিনে ১ লা সেপ্টেম্বর  ফোবানার ভেন্যু মেরিয়েট ক্রিস্টাল গেইটওয়ে তে তৃতীয় দিন  বিকাল ৫ টায় বায়োগ্রাফি অব নজরুল প্রদর্শনী অনুষ্টিত হয়।
৯৪ মিনিটের ডকুৃমেন্টরীতে পুরো নজরুলের জীবনী ফোবানায় আগত দর্শকরা উপভোগ করেন। নজরুলের বর্নাট্য জীবনী অসাধারন ভাবে ফুটিয়ে তুলা হয়েছে। কাজী নজরুল ইসলাম ছিলেন বিদ্রোহী কবি, প্রেমের কবি, সাম্যের কবি।  নজরুল ইসলাম কে ছাড়া বাঙ্গালীর অচল,  জীবনের প্রত্যেকটা মাধ্যমে কাজী নজরুল দৃশ্যমান। কাজী নজরুল ইসলাম এর বায়োগ্রাফি র পরিচালক ফেরদৌস খান অসাধারন ভাবে ফুটিয়ে তুলেছেন ডকুৃমেন্টরী। প্রযোজনায় ছিলেন ড.আল আমিন খান ।গ্লোবাল  স্ক্রিনিং পার্টনার আর্টিসান।
ফোবানায় প্রদর্শিত নজরুলের ডকুৃমেন্টরীরা সকল মহলে প্রশংসিত হয়। ডকুৃমেন্টরী প্রদর্শনীর পর এর  সুধিমহল তাদের প্রতিক্রিয়া আমেরিকার নানা শহরে এটা প্রদর্শনের আগ্রহ ব্যাক্ত করেন লস এনজেলস এর ড. জয়নাল আবেদিন, ডালাসের হাসান মোবিন, ভার্জিহিয়ার হিরন চৌধুরী, ফ্লোরিডার বাবুল হাই, ওয়াশিংটন এর সামশুদ্দিন মাহমুূদ।
কাজী নজরুল ইসলাম এর ডকুৃমেন্টরী প্রদর্শনীর আলোচনা করেন প্রযোজক ডক্টর আল আমিন, সাংবাদিক জুয়েল সাদত, সামসুদ্দিন মাহমুূদ, খালেদ আহমদ  রউফ ও হাসনাত সানি।
ট্যাগস :

আমোরিকার ওয়াশিংটন ফোবানায়  বায়োগ্রাফি অফ নজরুল

আপডেট সময় : ০২:২৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪
জুয়েল সাদত
৩৮ তম ওয়াশিংটন ফোবানার ৩ দিনের কনভেনশনের তৃতীয় দিনে ১ লা সেপ্টেম্বর  ফোবানার ভেন্যু মেরিয়েট ক্রিস্টাল গেইটওয়ে তে তৃতীয় দিন  বিকাল ৫ টায় বায়োগ্রাফি অব নজরুল প্রদর্শনী অনুষ্টিত হয়।
৯৪ মিনিটের ডকুৃমেন্টরীতে পুরো নজরুলের জীবনী ফোবানায় আগত দর্শকরা উপভোগ করেন। নজরুলের বর্নাট্য জীবনী অসাধারন ভাবে ফুটিয়ে তুলা হয়েছে। কাজী নজরুল ইসলাম ছিলেন বিদ্রোহী কবি, প্রেমের কবি, সাম্যের কবি।  নজরুল ইসলাম কে ছাড়া বাঙ্গালীর অচল,  জীবনের প্রত্যেকটা মাধ্যমে কাজী নজরুল দৃশ্যমান। কাজী নজরুল ইসলাম এর বায়োগ্রাফি র পরিচালক ফেরদৌস খান অসাধারন ভাবে ফুটিয়ে তুলেছেন ডকুৃমেন্টরী। প্রযোজনায় ছিলেন ড.আল আমিন খান ।গ্লোবাল  স্ক্রিনিং পার্টনার আর্টিসান।
ফোবানায় প্রদর্শিত নজরুলের ডকুৃমেন্টরীরা সকল মহলে প্রশংসিত হয়। ডকুৃমেন্টরী প্রদর্শনীর পর এর  সুধিমহল তাদের প্রতিক্রিয়া আমেরিকার নানা শহরে এটা প্রদর্শনের আগ্রহ ব্যাক্ত করেন লস এনজেলস এর ড. জয়নাল আবেদিন, ডালাসের হাসান মোবিন, ভার্জিহিয়ার হিরন চৌধুরী, ফ্লোরিডার বাবুল হাই, ওয়াশিংটন এর সামশুদ্দিন মাহমুূদ।
কাজী নজরুল ইসলাম এর ডকুৃমেন্টরী প্রদর্শনীর আলোচনা করেন প্রযোজক ডক্টর আল আমিন, সাংবাদিক জুয়েল সাদত, সামসুদ্দিন মাহমুূদ, খালেদ আহমদ  রউফ ও হাসনাত সানি।