ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ড. ইউনূস, জামায়াত ও নাহিদ গং ‘লাশের কারিগর’, অভিযোগ ঢাবি শিক্ষকের দুর্গাপূজায় ইলিশ চেয়ে বাংলাদেশ সরকারকে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের চিঠি ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষা করতে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান কমিউনিটিভিত্তিক মডেলে মাঠ-পার্ক ব্যবস্থাপনা করবে ডিএনসিসি সোহরাওয়ার্দীতে চার দিনের ‘জুলাই জাগরণ’: সাংস্কৃতিক চেতনায় ফিরে দেখা ২০২৪ বছরের প্রথম ছয় মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতা‌লি গে‌ছেন ৯ হাজার ৭৩৫ জন বিতর্কিত তিন নির্বাচন পর্যালোচনা করতে কমিটি জুলাই গণঅভ্যুত্থানে নিহত হওয়ার স্থানে হবে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ সন্ধ্যার মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস সুনামির সতর্কতায় জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র ছাড়ল সব কর্মী

বিয়ে হয়ে গেল সাগর-শম্পার

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:২৯:০১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০১৫
  • 407

বিনোদন প্রতিনিধি,
505
পর্দায় রসায়নের পর বাস্তব জীবনে দীর্ঘদিনের প্রণয় অবশেষে বিয়েতে রূপ নিলো সুপার হিরো-সুপার হিরোইন সাগর ও শম্পার। রিল লাইফের পাশাপাশি রিয়েল লাইফে তাদের প্রেমের কথা অনেকেরই অজানা ছিল। অবশ্য সেটা জানান দিয়েই বিয়ের কাজটি সেরে নিয়েছেন সাগর ও শম্পা। গত ১৫ই আগস্ট এক হয়ে গেল তাদের চার হাত। পারিবারিকভাবেই বিয়েটা হয়েছে। সাগর তার পিতৃভূমি দিনাজপুর থেকে বর সেজে যান শম্পার ময়মনসিংহের বাড়িতে। সেখানে দুই পরিবার ও আত্মীয়স্বজনের উপস্থিতিতে তারা একে অপরের সঙ্গে মালাবদল করেন। বিয়ে প্রসঙ্গে সাগর বলেন, আমরা একে অপরকে ভালবেসে বিয়ে করেছি। বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সবার উপস্থিতি ছাড়াও অন্য আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। সবাই আমাদের নতুন সংসার জীবনের জন্য দোয়া করবেন। শম্পা বলেন, এতদিনের প্রেমের সম্পর্কটা পরিপূর্ণ হলো। আমরা দুজনই খুশি। মহান আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞ যে তিনি আমাদের বিয়ের হুকুম করেছেন। সবাই আমাদের বিবাহিত জীবনের জন্য দোয়া করবেন। সাগর ও শম্পা দীর্ঘদিন একসঙ্গে চলচ্চিত্রে কাজ করছেন। দুজনই এনটিভির ‘সুপার হিরো সুপার হিরোইন’ প্রতিযোগিতা থেকে উঠে এসেছেন। একই বছরে, ২০০৯ সালের প্রতিযোগী ছিলেন তারা। সম্পর্কটা ঘনিষ্ঠ হয়েছে সেখান থেকেই। তারপর তারা জুটি হয়ে ‘মনের মধ্যে লেখা’, ‘লাভ ইউ প্রিয়া’, ‘এক্সকিউজ মি’, ‘ওয়ান ওয়ে রোড’- এ চারটি ছবিতে অভিনয়ও করেছেন। কিছুদিন আগে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘লাভ ইউ প্রিয়া’।

ট্যাগস :

ড. ইউনূস, জামায়াত ও নাহিদ গং ‘লাশের কারিগর’, অভিযোগ ঢাবি শিক্ষকের

বিয়ে হয়ে গেল সাগর-শম্পার

আপডেট সময় : ০৯:২৯:০১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০১৫

বিনোদন প্রতিনিধি,
505
পর্দায় রসায়নের পর বাস্তব জীবনে দীর্ঘদিনের প্রণয় অবশেষে বিয়েতে রূপ নিলো সুপার হিরো-সুপার হিরোইন সাগর ও শম্পার। রিল লাইফের পাশাপাশি রিয়েল লাইফে তাদের প্রেমের কথা অনেকেরই অজানা ছিল। অবশ্য সেটা জানান দিয়েই বিয়ের কাজটি সেরে নিয়েছেন সাগর ও শম্পা। গত ১৫ই আগস্ট এক হয়ে গেল তাদের চার হাত। পারিবারিকভাবেই বিয়েটা হয়েছে। সাগর তার পিতৃভূমি দিনাজপুর থেকে বর সেজে যান শম্পার ময়মনসিংহের বাড়িতে। সেখানে দুই পরিবার ও আত্মীয়স্বজনের উপস্থিতিতে তারা একে অপরের সঙ্গে মালাবদল করেন। বিয়ে প্রসঙ্গে সাগর বলেন, আমরা একে অপরকে ভালবেসে বিয়ে করেছি। বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সবার উপস্থিতি ছাড়াও অন্য আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। সবাই আমাদের নতুন সংসার জীবনের জন্য দোয়া করবেন। শম্পা বলেন, এতদিনের প্রেমের সম্পর্কটা পরিপূর্ণ হলো। আমরা দুজনই খুশি। মহান আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞ যে তিনি আমাদের বিয়ের হুকুম করেছেন। সবাই আমাদের বিবাহিত জীবনের জন্য দোয়া করবেন। সাগর ও শম্পা দীর্ঘদিন একসঙ্গে চলচ্চিত্রে কাজ করছেন। দুজনই এনটিভির ‘সুপার হিরো সুপার হিরোইন’ প্রতিযোগিতা থেকে উঠে এসেছেন। একই বছরে, ২০০৯ সালের প্রতিযোগী ছিলেন তারা। সম্পর্কটা ঘনিষ্ঠ হয়েছে সেখান থেকেই। তারপর তারা জুটি হয়ে ‘মনের মধ্যে লেখা’, ‘লাভ ইউ প্রিয়া’, ‘এক্সকিউজ মি’, ‘ওয়ান ওয়ে রোড’- এ চারটি ছবিতে অভিনয়ও করেছেন। কিছুদিন আগে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘লাভ ইউ প্রিয়া’।